মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা নিয়ে চাঁদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপিত হয়েছে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে গতকাল ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা,শিক্ষা মেলা/উপকরন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজ্জাক সিদ্দিকী, রবিউল হোসেন। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানছুর আহমেদ। জাতীয় শিক্ষা মেলা উপলক্ষে জেলারসদর, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব দক্ষিন, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে স্টল সাজানো হয়।আলোচনা সভার পূর্বে স্টলগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।