ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ধুনটে পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৪ই মার্চ মঙ্গলবার বগুড়া ধুনটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ ধুনট উপজেলা শাখার আয়োজনে ধুনট পৌর, ধুনট সদর ইউনিয়ন, ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি জনাব সজীব সাহা , সভাপতিত্ব করেন ধুনট উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রফিকুল ইসলাম মঞ্জু, অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু সালেহ স্বপন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মজিবুর রহমান মজনু (সভাপতি, বগুড়া জেলা আওয়ামীলীগ), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান (ধুনট – শেরপুর নির্বাচনী এলাকা), ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক জনাব মোঃ আসিফ ইকবাল সনি, নাজনীন নাহার, আঃ রাজ্জাক, কুদরত-ই-খুদা জুয়েল, ধুনট ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ যুগ্ম আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সোহাগ , একাদশ শ্রেণী শাখার সভাপতি মোছা: হাবিবা আক্তার , সহ-সভাপতি জিহাদ, মোছা: বর্ষা, মোছা: আরজিনা ও সাধারণ সম্পাদক মোছা: নুপুর যুগ্ম সাধারণ সম্পাদক তিথি রায়, এছাড়া ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান খসরু খান নুপুর, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ূম শেখসহ ধুনট উপজেলার সকল ইউনিয়নের বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মোঃ সাকিব শাহরিয়ার খান বিজয় কে ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে এবং ইব্রাহিম হোসেন ইবুকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া ধুনট সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সৌরভ হাসান ধুনট এবং মোঃ আজিজুল হাকিম কে সাধারণ সম্পাদক করা হয় ।
ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ মমিন এবং মোঃ আজিজুল হক সাধারণ সম্পাদক করা হয়।
ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় শাখায় মোঃ ইকবাল ইসলাম কে সভাপতি এবং মোঃ রবিউল ইসলাম মিশন কে সাধারণ সম্পাদক করা হয় ।
সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন