ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রথম ভারতীয় ছবি হিসেবে অস্কার জিতলো যে সিনেমা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার। ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার’ পেল সেরা তথ্যচিত্রের জন্য অস্কার। কার্তিকী গনসালভেস এবং গুনিত মোঙ্গার এই ছবি নেটফ্লিক্সে দেখানো হয়েছিল। বাঘা বাঘা তথ্যচিত্রের সঙ্গে মনোনয়নের তালিকায় লড়াই করেছে এই ছবি। শেষপর্যন্ত এলো কাঙ্ক্ষিত জয়। ইতিহাস সৃষ্টি হলো অস্কার মঞ্চে।

পরিচালক কার্তিকী এই পুরস্কার মাতৃভূমি ভারতকে উৎসর্গ করেছেন। আরেক নির্মাতা গুনিত ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার।

অচিন জৈন এবং গুনিত মোঙ্গার প্রযোজনায় তৈরি এই তথ্যচিত্রের পরিচালক কার্তিকী গনসালভেস। ৪১ মিনিটের তথ্যচিত্রের গল্প হলো তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভের এক পরিবারের। যারা দুটি অনাথ হাতিকে দত্তক নেয়। এটাই কার্তিকীর প্রথম ছবি।

এর আগে তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘আমি রঘুর কাহিনিকে পাঁচ বছর ধরে অধ্যয়ন করেছি। ৪৫০ ঘণ্টার ফুটেজ জোগাড় করি। তাতে হাজারবার রঘুর স্নান, অনেক ঘণ্টা তার খাওয়া দাওয়া এবং খেলাধুলোর ফুটেজ ছিল। ধৈর্য ধরে সেগুলি জুড়ে জুড়ে এই তথ্যচিত্র তৈরি হয়েছে।’

এর আগে সত্যজিৎ রায় থেকে শুরু করে এ আর রহমান, শেখর কাপুর, রাসুল পুকুট্টির মতো গণ্যমান্য ভারতীয়রা অস্কার পেয়েছেন। আমির খানের ছবি ‘লগান’ সেরা ছবির মনোনয়ন পেয়েও অস্কার জিততে পারেনি। সেই জায়গায় প্রথম ভারতীয় ছবি হিসাবে অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে কার্তিকীর তথ্যচিত্র।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন