বগুড়া জেলার ধুনট উপজেলার আনারপুর (কচুগাড়ী) গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় একজন জনসেবক। গত ১২ই মার্চ দিবাগত রাত অনুমান ৩ টার দিকে আনারপুর কচুগাড়ী গ্রামের কৃষক আশরাফ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক কৃষক আশরাফ আলী জানান, দুইটি বসতঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। শনিবার রাতে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। মুহূর্তেই আগুন ২টি ঘরে ছড়িয়ে পড়ে ৩টি গরু, হাঁস মুরগি, আসবাব পত্র, ঘরে রাখা টাকা পয়সা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কৃষক আশরাফ আলীর প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শামসুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে সংগঠিত হয়েছে বলে ধারণা করা হয়। ১৩ই মার্চ সোমবার সকালে ধুনট পৌর এলাকার অফিসার পাড়া নিবাসী মোঃ মোন্তাজ আলি আকন্দের ছেলে এস এম রানা ঘটনাস্থল পরিদর্শন করেন সেসময় তার সঙ্গে উজ্জল, রুবেল, মিলন, সিপন, মহিন, রিপন, আরো অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এস এম রানার নিজস্ব তহবিল হতে ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফ আলীকে পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন।