নীলফামারীতে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী নিয়োগ পরিক্ষায় নকল করায় এক পরিক্ষার্থীকে বহিষ্কার ও দুই দিনের সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
গতকাল শনিবার সকালে শহরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসক কার্যলয়ের অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সার্টিফিকেট সহকারি নিয়োগ পরিক্ষায় নকল করার দায়ে এ সাজা প্রদান করে।
জানা যায়, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সার্টিফিকেট সহকারি নিয়োগ পরিক্ষা ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ২ নং কক্ষ হতে সার্টিফিকেট সহকারি নিয়োগ পরিক্ষার পরিক্ষার্থী ফয়সাল ইসলাম চৌধুরী (রোল নং- ১৪০০১৭১) পরিক্ষার হলে প্রশ্নপত্র পেয়ে পকেটে থাকা উত্তরপত্র নিয়ে লেখার শুরু করলে দায়িত্বরত শিক্ষক একই কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক তহমিদুল ইসলাম উত্তরপত্র খানা ছিনিয়ে নিয়ে হলরুম থেকে বেড়িয়ে যায়। এখবর জানতে পেয়ে কেন্দ্রের সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দুই দিনের কারাদন্ড প্রদান এবং ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তহমিদুল ইসলামের দুটো মোবাইল তদন্তের জন্য জব্দ করেন।
এবিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, এই কেন্দ্রে অফিস সহকারি কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬১৫ জন ও সার্টিফিকেট সহকারি পদে ২৮১ জন পরিক্ষার্থী মধ্যে মোট ৫৫৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন ও ৩৩৮ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হন।
জেলা প্রশাসক কার্যালয়ের মোট ২৮ টি পদের এই নিয়োগ পরিক্ষায় মোট ৫৬৮৫ জন পরিক্ষার্থী আবেদন করে এবং পাঁচটি কেন্দ্রে পরিক্ষা হয়।