‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিসব পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে ১০ মার্চ শুক্রবার সকালে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান প্রমূখ। অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের মহড়া উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।