খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর জোনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
সভায় রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন বলেন, পার্বত্য শান্তিচুক্তির পর পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে চলেছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘চুক্তি পরবর্তী এ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। সৌহার্দ্যপূর্ণ শান্তি ও সম্প্রীতির পক্ষে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। এ পদেক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়ায় সেনাবাহিনীর সাথে সাংবাদিকরাও যুক্ত হয়ে ভূমিকা রেখেছিল। সাংবাদিকদের এ ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করে, জনগণের কল্যাণে সাংবাদিকদের আরো ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন তিনি।
এতে খাগড়াছড়ি জেলার প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি-নুরুল আজম বক্তব্য রাখেন।
সভায় সদর জোন কমান্ডার লে.কর্নেল আবুল হাসনাত, বিগ্রেডের জি. টু মেজর জাহিদ হোসেন সহ জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক ও সেনা জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে দুইটি ল্যাপটপ উপহার হিসেবে তুলে দেন রিজিয়ন কমান্ডার।