”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, (৮ মার্চ) বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বেলুন উড়িয়ে শুভ সুচনা, র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ৯ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান। আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এফডিএ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম প্রমুখ। সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শাপলা মহিলা সমিতির নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, এসডিসি’র পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ’র পরিচারক আনম ফজলুল হাদী সাব্বির, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও সমূহের এনজিও প্রধানগণ, এবংবিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরও সোচ্চার হওয়া। নারীদেরকে আরও সচেতন হওয়া, নারীদের নিজেদের স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া। সকল ক্ষেত্রে নারীর অসামান্য ভূমিকা থাকলেও নারীরা এখনও নির্যাতিত হচ্ছে প্রতি পদে পদে। তাই আজকের এই দিনে চলুন আমরা আরও সচেতন হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ফরিদপুরে কোনও নারী যেন নির্যাতনের শিকার না হয় এ ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধসহ নারীর ক্ষমতায়নে কাজ করে যাবো বলে জানান বক্তারা।