দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলফাডাঙ্গা বানা ইউনিয়নের টোনারচর গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল। অবশেষে সেই বিরোধ ভুলে আলফাডাঙ্গা অফিসার ইনচার্জ মো.আবু তাহেরের সভাপতিত্বে শান্তির পক্ষে সপথ নিয়েছেন এলাকাবাসী । মঙ্গলবার বিকেলে উপজেলার টোনারচর গ্রামবাসীদের নিয়ে বিট পুলিশিং সভার মাধ্যেমে শপথ নিয়েছেন গ্রামবাসী। জানা যায়, উপজেলার টোনারচর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মান্নান মিয়া ও প্রতিবেশী আমানত বেগের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ হয়। বেশ কিছু আহতর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আলফাডাঙ্গা থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। বিষয়টি নিয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু তাহের জানতে পেরে সংঘাত- সংঘর্ষের পথ থেকে শান্তির পথে ফিরিয়ে আনতে বিবাদমান দু’পক্ষের লোকজনকে বিট পুলিশিং সভার মাধ্যমে আহ্বায়ন জানায়। গত মঙ্গলবার বিকেলে টেনারচর গ্রামে পরিস্থিতি এড়াতে আলোচনা হয়। বিট পুলিশিং সভায় অফিসার ইনচার্জ আবু তাহেরের সভাপতিত্বে ও এস আই রবিউল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলম, এস আই ইউনুচ আলী, আবুল কালাম আজাদ, আসলাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক ওরফে উকিল মিয়া, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক খালেদ মোসারফ হোসেন রঞ্জু ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন প্রমুখ। এ সভায় এলাকার বীর ম্ু্ক্িতযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আলফাডাঙ্গা অফিসার ইনচার্জ মো.আবু তাহের বলেন, এলাকাবাসী সংঘাত থেকে বেরিয়ে আসুক। ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি নজর দিক। এলাকাবাসীর শান্তির পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরই আইনের আওতায় আনা হবে।