যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাতটায় শহরের অম্বিকা ময়দানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদ, মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাসহ সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত শহীদদের স্বরনে ০১ মিনিট নিরবতা পালন ও শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুর জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, ফরিদপুর পৌরসভা, সদর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে ফরিদপুর জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। একই সাথে জেলার বিভিন্ন উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। উল্লেখ্য ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। ঐতিহাসিক এই ভাষণে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে।