ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিসের আয়োজনে বারটান প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধীনে তিন দিন ব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ হল রুমে গত ৫ মার্চ থেকে মঙ্গলবার প্রর্যন্ত তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক। উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মো: শামিম মন্ডল। প্রশিক্ষক হিসেবে আরও যাহারা ছিলেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা মো.নাজমুল হাচান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ ভবেন বাইন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত বিশ্বাস। প্রশিক্ষণে দুটি ব্যাজে ৩০ জন কৃষাণ-কৃষাণী ও ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম,এনজিও কর্মকর্তা, তথ্য আপা ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমসহ অনেক শ্রেণি পেশার লোকজন প্রশিক্ষণ গ্রহণ করেন।