ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে কামাইদিয়া গ্রামের নরেশচন্দ্র বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস, একই গ্রামের বিল্লাল শেখের ছেলে মো. আব্দুস শুকুর ও সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বিজয় কুমার বিশ্বাসের ছেলে দুর্জয় কুমার বিশ্বাসকে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, সালথা থানার এস আই ফরহাদ হোসেন সহ পুলিশ টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, কৃষি জমির মাটি কাটায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই মাটি কেটে পুকুর তৈরি বা সেই মাটি বিক্রির সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।