নীলফামারীতে “আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্যকে নিয়ে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় জেলা প্রশাসক কার্যলয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশন নীলফামারীর ডেপুটি ম্যানেজার ইনচার্জ কমল কুমার সাহা,পুপলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড নীলফামারী জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. লাভলু হোসেন, জেনারেল ম্যানেজার রঞ্জিত কুমার ঘোষ, ব্রাঞ্চ ম্যানেজার হাসু মন্ডল, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের জোন প্রধান মাহমুদুল ইসলাম, ডিভিশন কো-অডিনেটর মুকুল, অফিস ইনচার্জ রঞ্জিত রায় ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন বীমা কোম্পানি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।