নীলফামারীর সৈয়দপুরে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটায় জরিমানা করেছে।
গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর কামারপুকুর এলাকার রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালিয়ে মোট ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অভিযানে উপস্থিত হয়ে মেসার্স এম,জেড,এইচ ইটভাটার মালিক জিকরুল হককে ৫ লাখ টাকা, মেসার্স এম,এ, বি ইটভাটার মালিক মো.এরশাদ আলীকে ৪ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এ,এন,বি ইটভাটার মালিক মো. নজরুল ইসলামকে ৮০ হাজার টাকা, মেসার্স এ, এস, বি ইটভাটার মালিক এজাম আহমেদকে ৫০ হাজার টাকা ও ৬০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরে বিভাগীয় পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন ও পরিবেশ অধিদপ্তরের নীলফামারীর সহকারি পলিচালক কমল কুমার বর্মণ প্রমূখ।