বগুড়া ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে বসতবাড়িতে অগ্নিকান্ডে আসবাবপত্র সহ একই পরিবারের দুই শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ বিষয়ে ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে ভুতবাড়ী গ্রামের কাঠমিস্ত্রি লিটন আকন্দ বসতবাড়িতে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে মুহুর্তেই সারাঘরে ছড়িয়ে পড়ে। আসবাবপত্র সহ তার ঘরের ভিতরে থাকা তার দুই শিশু ছেলে মোঃ সিয়াম আহম্মেদ (০৭) ও মোঃ মোস্তাকিম আহম্মেদ (০৫) দুই শিশু পুড়ে ঘটনা স্হলে মূত্যু বরন করে। মা গোলাপি খাতুন (৩০) গোসল দিতে নদীতে যায়। বাড়ীতে দুই ভাই খেলাধুলা করা অবস্থায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ লিটন আহম্মেদ জানান, তার পরিবারের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, আগুন লাগার বিষয়ে ধুনট ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে। পরিবারের ঘরবাড়ি পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।