বগুড়া মরিচের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও নিত্য পণ্যের সাথে পাল্লা দিয়ে বেড়েছে দাম। গত কয়েদিন ধরে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বাড়ছে। সেই সাথে বাড়ছে শুকনো মরিচের দামও। বাজারে ১২০ থেকে ১৩০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। পাশাপাশি দেশি শুকনো মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ থেকে ৫৬০ টাকা। শুক্রবার সকালে বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী বাজার ও খান্দার বাজার ঘুরে দেখা যায় গত কয়েক দিনের ব্যবধানে কাঁচা ও শুকনো মরিচের দাম হঠাৎ বেড়েছে। যা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম ছিল ১০০টাকা কেজি। বর্তমানে বেড়ে তা হয়েছে ১২০-১৩০টাকা। আর গত কয়েদ দিন আগে শুকনো মরিচ ছিল ৩৫০ থেকে ৪৫০টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৫০০-৫৬০ টাকা প্রতি কেজি। ব্যবসায়ীরা বলছেন আমাদানি কম হওয়ায় এবং দেশি মরিচের সংকটের কারণে দাম আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে অন্যান্য মসলার দামও বৃদ্ধি পেয়েছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ হঠাৎ করেই বাজারে কাঁচা মরিচের এবং শুকনো মরিচের দাম বেড়েছে। ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে মরিচ বিক্রি করছে বলে ক্রেতাদের দাবি। রমজান আসার আগেই এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। জানা যায়, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০-১৩০টাকা। আর শুকনো দেশীয় নতুন মরিচ বিক্রি হচ্ছে ৫০০-৫৬০ টাকা প্রতি কেজি। তবে শুকনো ভারতীয় মরিচ বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকা প্রতি কেজি। এর আগে ভারতীয় মরিচের দাম ছিল ৪৮০টাকা কেজি বর্তমানে এই মরিচের দাম কেজি প্রতি ৮০-১০০ টাকা কমেছে। কিন্তু গত বছর এবস শুকনো মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫০-৩৫০ টাকা কেজি। এছাড়াও পুরানো শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৩৫০-৪৫০ টাকা প্রতি কেজি। রাজাবাজারের পাইকার ব্যবসায়ীরা আব্দুল মজিদ জানান, মরিচের আমদানি কম থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। আমদানি কম হলে দাম আরও বাড়তে পারে। আর কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় শুকনো মরিচের দামও বেড়েছে। কারণ কৃষকরা বর্তমান বাজারে কাঁচা মরিচের দাম ভালো পাওয়ায় জমি থেকে কাঁচাই বিক্রি করছেন। শহরের চেলোপাড়া থেকে বাজার করতে আসা মাহমুদ আলী জানান, রমজান মাসার আসার আগেই বাজারে মরিচসহ অন্যান্য মসলার দাম বেড়ে গেছে। তবে বাজারে হঠাৎ করে কাঁচা মরিচ ও শুকনো মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এভাবে পাল্লা দিয়ে যদি সব জিনিসের দাম বেড়ে যায় তাহলে আমাদের মত খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। মরিচ কিনতে এসেছিলাম দাম বেশি হওয়ার কারণে অল্প পরিমাণে কিনে নিয়ে যাচ্ছি।