কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকায় বিজিবির টহলদল ও চোরাকারবারিদের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ ২বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি বিজিবি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড কাটাখালি ডেইলপাড়া সীমান্ত এলাকায় এঘটনা ঘটে। বিজিবি কর্মকর্তা শেখ মোহাম্মদ ইফতেখার জানান, খবর পেয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হোয়াইক্যং আধুনিক বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিশেষ টহলদল কাটাখালি ডেইলপাড়ার সীমান্ত এলাকা মাদকসহ চোরাকারবারিদের আটক করতে যায়। পরে চোরাকারবারিরা বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দু’পক্ষে মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক নারীসহ দু’জন গুলিবিদ্ধ হয়।