বগুড়ার ধুনটে ভাতিজার জমির ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছ ফুফু কর্তন করেছেন বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের মোঃ মফিজ মণ্ডলের ছেলে মোঃ রুবেল মন্ডলের পৈতৃক সম্পত্তিতে ২০ শতাংশ জমির ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছ নিজ ফুফু মোছাঃ জাহানারা খাতুন (৪৫) গোড়া অবধি কেটে রেখে গেছেন।
এ বিষয়ে মৃত মোজাহের আলীর বড় মেয়ে জাহানারা খাতুন (৪৫) জানান, পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে আমার প্রাপ্ত জমিতে ভাতিজা রুবেল জোরপূর্বক ফসল চাষ করেন এবং তার নিজ নামীয় ক্রয়-কৃত সম্পত্তি আমাকে নিতে বলেন, আমি আমি আমার পৈতৃক সম্পত্তি চাই, ক্রয়-কৃত সম্পত্তি নয়। ভূট্টা গাছ কর্তনের অভিযোগ অস্বীকার করে বলেন, “তারা নিজেদের গাছ নিজেরা কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন”।
ইতিপূর্বে রুবেলের ফুফু জাহানারা কে ভূট্টা গাছ উপড়ে ফেলতে দেখেছেন বলে অভিযোগ ভাতিজা রুবেল মন্ডলের পরিবারের সদস্যদের।
এ বিষয়ে ধুনট থানার এএসআই সোহেল জানান, আমরা এরকম একটি আবাদি জমিতে ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছ কর্তন বাবদ ২০ হাজার টাকা ক্ষতির অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।