দীর্ঘ ৬ বছর ধরে টেকনাফের নাফ-নদে মাছ শিকার বন্ধ। জেলেদের অনুরোধ- অন্ততপক্ষে দিনের বেলায় হলেও মাছ শিকারের অনুমতি পাওয়ার। এ জন্য ভুক্তভোগী বেকার জেলেরা কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সুদৃষ্টি কামনা করেছেন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামানের কাছে স্বারকলিপি দিয়েছে তারা।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে সরকার নাফ নদীতে মাছ আহরণ বন্ধ করে দেয়।
জেলেরা জানান, টেকনাফ উপজেলায় মাছ শিকারের মাধ্যমে জীবিকানির্বাহ করেন এমন পাঁচ হাজার জেলে পরিবার আছে। মাছ ধরা বন্ধ থাকায় অন্তত ২০ হাজার লোকের রুজি-রোজগার বন্ধ হয়ে গেছে। সামনে রমজান মাস, পরিবারের লোকজন নিয়ে কীভাবে দিন পার করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
অসহায় ভুক্তভোগী জেলে মকতুল হোসেন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকের অজুহাতে দীর্ঘ ৬ বছর ধরে একমাত্র জীবন-জীবিকার সম্বল নাফন দীতে মাছ শিকার বন্ধ থাকলেও মাদক অনুপ্রবেশ বন্ধ হয়নি। যার কারণে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে তারা দিন পার করছেন। বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন। রাতে না দিলেও অন্ততপক্ষে দিনের বেলায় হলেও তাদের নাফ নদীতে মাছ শিকার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি কামনা করেছন তারা।
জেলে সৈয়দ হোসন বলেন, আমরা পরিবারের সমস্যা ও অভাব আর সইতে পারছি না। পরীক্ষামূলকভাবে রাতে না হলেও দিনের বেলা আমাদের মাছ ধরার ব্যবস্থা করে দিন।
স্মারকলিপি পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, যে স্মারকলিপি দিয়েছে সেটি যত দ্রুত সম্ভব জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং জেলা সভায় গুরুত্বের সঙ্গে উপস্থান করা হবে বিষয়টি।