ফরিদপুর বেসরকারি সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) এর দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ, চাকুরীচ্যুতি ও পদত্যাগীদের পাওনাাদি পরিশোধ সহ বিভিন্ন দাবী আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। (পপসস) এর দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ ও নির্যাতিত কর্মকর্তা-কর্মীদের অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে,(১৫ ফেব্রæয়ারি) বুধবার সকাল ১০ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সংগঠনের বিভিন্ন ধরনের দুর্নীতি এবং বর্তমান নির্বাহী পরিচালক আকরাম হোসেন ও যুগ্ম আহ্বায়ক কুদ্দুস মোল্লার অপসারণ দাবী জানান।
বক্তারা বলেন কিছুসংখ্যক ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট সহ একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। শুধু তাই নয় এই দুর্নীতিবাজ লোকরা দীর্ঘদিন ধরে যারা কর্মরত ছিলেন, তাদেরকে বাদ দিয়ে মনগড়া কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির ক্ষতি করছেন। (পপসস) বাস্তবায়ন প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন (স্বপন) এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, বাস্তবায়ন প্রতিরোধ কমিটির আহবায়ক আঃ কুদ্দুস মোল্লা, কমিটির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কুদ্দুসুর রহমান, (পপসস) সাধারণ পরিষদ সদস্য ও কমিটির সদস্য সচিব শেখ ফয়েজ আহমেদ, প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ।
সভা শেষে সংগঠনের সদস্যরা,পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) এর অনিয়মের মাধ্যমে গঠিত বর্তমান নির্বাহী পরিষদ বাতিল করা, গঠনতন্ত্র পরিপন্থী ভাবে আত্মপক্ষের সুযোগ না দিয়ে বাতিল কৃত সকল সাধারণ পরিষদের সদস্যদের চিঠি প্রত্যাহার,পপসসএর গত ১২ বছরের সকল প্রকার দুর্নীতি অনিয়মের জন্য নিরপেক্ষ সরকারি তদন্ত কমিটি গঠন, নিয়ম বহির্ভূত নির্বাহী পরিচালক কুদ্দুস মোল্লা ও তার ছেলে বাপ্পির অবৈধ নিয়োগ বাতিল, মানবতা হরণকারী পরিচালক আকরাম হোসেনকে অবিলম্বে অপসারন, সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পাওনা দেনা বুঝিয়ে দেওয়া, অন্যায়ভাবে চাকরীচ্যুত পদত্যাগে বাধ্যকারীদের পুনর্বাহাল করা দাবি জানিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।