ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সরকারি জায়গায় তৈরী হচ্ছে ডিসি ফ্লাওয়ার পার্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-পতেঙ্গা টোল রোডের পাশে উদ্ধার হওয়া ১৯৪ একর জায়গায় তৈরী হচ্ছে ডিসি ফ্লাওয়ার পার্ক।সম্প্রতি সরকারের বিএস দাগের ১নং খাস খতিয়ানের বেদখলকৃত জায়গা উদ্ধার পরবর্তী পরিদর্শন শেষে ডিসি ফ্লাওয়ার পার্ক করার তাৎক্ষণিক ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। জানা যায়,সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শুকতারা চাইনিজ রেস্টুরেন্ট জায়গায়টি উদ্ধার করে প্রশাসন।১০নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর মৌজার বিএস দাগের ১নং খাস খতিয়ানের ও এর আশেপাশে অবৈধভাবে দখলে থাকা ১৯৪ দশমিক ৯৮ একর সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত ৪ জানুয়ারি বেলা ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়। এসময় বেড়িবাঁধ সংলগ্ন প্রায় শতাধিক দোকান, ঘর এবং একটি পার্ক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এবিষয়ে জানান,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি আশরাফুল আলম বলেন,১৯৪ দশমিক ৯৮ একর সরকারি খাস খতিয়ানের দখল করা জায়গা টাকার মূল্যে প্রায় এক হাজার কোটি। আমরা গত ৪ জানুয়ারি জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে জায়গা উদ্ধার করতে সক্ষম হই। এরপর জায়গাটি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক স্যার এবং জায়গাটিতে সৌন্দর্য্যবর্ধনমূলক কাজ করার নির্দেশনা প্রদান করেন। সেই মোতাবেক আমরা এখানে টিউলিপ ফুলের চারা রোপণ করেছি।আগামি ১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের মেলা অনুষ্ঠিত হবে এখানে।এই মেলায় দেশ-বিদেশের প্রায় ১০০’র অধিক ফুল থাকবে।সকল ফুল প্রেমিদের মেলায় আসার আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান,চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা টোল রোডের উদ্ধারকৃত পার্কে ডিসি ফ্লাওয়ার পার্ক করার যাবতীয় কাজ করে যাচ্ছি। একইভাবে আসামি ১০ থেকে ১৮ ফেব্রুয়ারী ফুলের মেলায় ফুল প্রেমিকদের আকৃষ্ট করতে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির ফুল সংগ্রহের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন