ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শীর্ষ ধনীর তালিকায় আরও নিচে নামল আদানি

হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর থেকে ক্রমাগত পড়ছে আদানি গ্রুপের শেয়ারের দর। গত এক সপ্তাহে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে ভারতীয় এই শিল্পগোষ্ঠী। এবার মাত্র ৮ দিনে ১০ হাজার কোটি ডলার হারালো ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। ফলে বিশ্বের শীর্ষ ২০ ধনকুবেরের তালিকা থেকেও ছিটকে গিয়েছিলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তিনি ২২তম অবস্থানে থাকলেও, শুক্রবার দুপুরে নতুন আপডেটে তিনি ১৮তম স্থানে রয়েছেন। খবর ফোর্বসের। এফপিও বাতিলের পর বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, নতুন করে শুধু আদানি গোষ্ঠীর মূল সংস্থা ‘আদানি এন্টারপ্রাইসেস’-এর শেয়ারের দর পড়েছে ১০ শতাংশ। এরপর শুক্রবারও পুঁজিবাজারে লেনদেন শুরুর পর রেকর্ড দরপতন দেখে আদানি গ্রুপের শেয়ার। বাজার বিশ্লেষকদের দাবি, মাত্র একদিনে ১৯ বিলিয়ন ডলার খুইয়েছে শিল্প গোষ্ঠীটি। সবমিলিয়ে ১০ হাজার ৮০০ কোটি ডলারের বেশি মুনাফা হারালো তারা। যার প্রেক্ষিতে নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত করেছে গ্রুপটি। গৌতম আদানির ব্যক্তিগত সম্পদও ১২৪ থেকে ৫৫ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। অথচ জানুয়ারিতেও তিনি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে গুরুত্ব পায় ইস্যুটি। শুধু তাই নয়, পার্লামেন্টের অধিবেশনেও বিরোধী দলগুলো আদানি ইস্যুতে সোচ্চার ছিলেন। শেয়ার জালিয়াতি ও প্রতারণার অভিযোগ যাচাইয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছেন বিরোধী দলগুলো। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ধনকুবের গৌতম আদানির সম্পর্কও খতিয়ে দেখার দাবি তাদের। সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের এক প্রতিবেদনে উঠে আসে আদানি গ্রুপের জালিয়াতির নানা তথ্য। এরপর থেকেই অকল্পনীয় ধস দেখছে আদানি গ্রুপ। গত সপ্তাহেও বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় আদানি ছিলেন তৃতীয় স্থানে। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার এই তালিকায় আদানির অবস্থান ১৬ নম্বরে। রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের অন্য ব্যাংকগুলোর কাছে ঋণের পরিসংখ্যান চাওয়া হয়েছে। আদানি গোষ্ঠীকে কোন ব্যাংক কত অর্থ ধার দিয়েছে, তার খুঁটিনাটি তথ্য চেয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন