ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাকে যদি পার্সোনাল প্রশ্ন করেন আমি নিশ্চয়ই বলবো, তাদের ইলেকশনে আসা উচিত। তারা যদি বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার, সেখানে আমার কিছু মনে করার প্রয়োজন মনে করি না। একজন রাজনীতিবিদ হিসেবে বলতে পারি তারা নিশ্চয়ই নির্বাচনে আসবেন। নির্বাচন ছাডা এই দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। ভোট ছাড়া ক্ষমতায় যাবার কোন সুযোগ নেই। জনগণও তা মানবেন না।

বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের দ্বিতীয় তলায় ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ ও ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচি কোনটায় আমরা বাধা দিয়েছি? তারা বিশাল বিশাল সভা করেছে, প্রত্যেক জেলায় তারা সভা করেছে, প্রত্যেকটা ডিভিশনে তারা সভা করেছে, এখন আবার পদযাত্রা শুরু করেছে। মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। সেখানে আমরা বলেছি করুন। আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা করবেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বিজয় মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন