ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজে স্বাস্থ্যসেবা পাচ্ছেন অজপাড়াগাঁয়ের মানুষ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সহজে স্বাস্থ্যসেবা পাচ্ছেন অজপাড়াগাঁয়ের মানুষ। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। সেবায় মানুষ উপকৃত হচ্ছে ও উপকার পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যা প্রয়োজন তা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের ভার্চুয়াল উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। ভার্চুয়াল সভা শেষে সেবার জন্য ফিতা কেটে ক্লিনিক উন্মুক্ত করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমিতির সাবেক সভাপতি মনির আহমদ, শামীম আহমদ, সাবেক ইউপি সদস্য ডাক্তার আছাব উদ্দিন আছকির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, আতাউর রহমান আতা, আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা বাপ্পা দাশ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন, পূর্ব শ্বাসরাম গ্রামের মুরব্বী বুরহান উদ্দিন, আপ্তাব আলী, তকবুল আলী, আব্দুর রহমান, মনই দাশ, খোয়াজ আলী, মকবুল আলী, নেছার মিয়া, মনির আলী, সংগঠক তফজ্জুল আলী, মুরাদ আহমদ, ইউসুফ আলী, বাপন দাশ, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা মান্না আহমদ, কামরুল ইসলাম, তামান্না আক্তার, ফারজানা বেগম, লুবনা বেগম, আওয়ামী লীগ নেতা আনহার আলী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পূর্ব শ্বাসরাম জামে মসজিদের ইমাম হাফিজ সালমান আহমদ। গীতা পাঠ করেন সুদিপ রঞ্জন দত্ত।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন