খাগড়াছড়িতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে জেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি নরোত্তম বৈষ্ণবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট ছিলেন। স্বদেশ প্রত্যাবর্তনের পরপরে মুক্তিযোদ্ধাদের তালিকা এবং ক্ষতিগ্রস্ত দেশকে সোনার বাংলায় রুপান্তর করার জন্য নিরিলস ভাবে কাজ করেন। তিনি মাটি ও মানুষের নেতা ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রইস উদ্দিন, সদর উপজেলা কমান্ডার আবদুর রহমান, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদসহ সকল মুক্তিযোদ্ধা পরিবারবর্গ।