পুলিশ বলতেই জনগণের মধ্যে একটি ভ্রান্ত ধারণা বিরাজমান। কিন্তু সব পুলিশ’ই যে একরকম হবে এমনটা ভাবাও বোকামি। পুলিশেরাও যে জনসেবামূলক কার্যক্রমে অগ্রনী ভূমিকা রাখতে পারে তার প্রমাণ মেলে ধুনট থানা পুলিশের মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে।
২৯ শে জানুয়ারি রবিবার বগুড়ার ধুনট থানা চত্বরে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার চক্রবর্তী( বি পি এম, পি পি এম) য়ের সহায়তায় ধুনট থানা পুলিশের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
আয়োজনে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম তদন্ত অফিসার মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার আসাদুজ্জামান আসাদ, এস আই অমিত বিশ্বাস, এস আই মুস্তাফিজ আলম, এস আই রুহুল আমিন খান, এস আই শহিদুল ইসলাম, এস আই আঃ মতিন, এস আই মনজুর মোর্শেদ, এস আই জাহাঙ্গীর হোসেনসহ থানার মহিলা স্টাফ এবং স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
পার্শ্ববর্তী নলডাঙ্গা, পাকুরিহাটা, কুঠিবাড়ি, ভরনশাহী ও থানা পাড়ার বেশকিছু গরিব অসহায় মানুষ এই শীতবস্ত্র গ্রহন করেন। তন্মধ্যে কুঠিবাড়ি নিবাসী খাদিজা খাতুন জানান, দলীয় ভাবে ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অনেক কম্বল বিতরন হয়েছে কিন্তু কারো থেকেই পাইনি। আজ থানা পুলিশের কাছ থেকে কম্বল পাবো এটা কখনোই ভাবিনি, সত্যিই আজকে মনে হচ্ছে পুলিশ শুধু আইনের লোক’ই না, জনগণের বন্ধু’ও বটে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এস পি স্যারের নির্দেশে স্থানীয় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছি । চাকরি জীবনে সবচেয়ে খুশির মুহুর্ত তখন’ই যখন অসহায় মানুষের জন্য কিছু করতে পারি।