ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও ৪ জন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঝালকাঠি-বরিশাল সড়কের ঢাপড় নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুসহ একই পরিবারের ৫ সদস্য লঞ্চ যোগে ঢাকা থেকে বরিশাল আসে। সেখান থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঝালকাঠি সদর উপজেলার জয়সী গ্রামে মাহেন্দ্রযোগে রওনা হয়। কিন্তু ঝালকাঠি-বরিশাল সড়কের ঢাপড় নামক স্থানে পৌছালে রাস্তার পাশে থামানো একটি পিকআপ ভ্যানের ওপর পেছন থেকে উঠিয়ে দেয় মাহেন্দ্র চালক। এতে গুরুতর আহত হলে মাহেন্দ্রের সকলযাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ বছরের শিশু মার্জানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশুর বাবা রুস্তুম মাঝি ও মা সাহিনুর বেগমসহ একই পরিবারের চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । মাহেদ্রের চালক দ্রুত পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন