ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ডাসারে সরস্বতী পূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান

মাদারীপুরের ডাসারে বিভিন্ন সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে, চেয়ারম্যানের পক্ষ হতে নগদ অর্থ হস্তান্তর করেন মীর মামুন। জানা যায়,হিন্দু ধর্মালম্বীদের শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর পক্ষ থেকে এবছর ডাসার উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ ভাবে পূজা উদযাপনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। চেয়ারম্যানের পক্ষ হতে এ সমস্ত নগদ অর্থ শিক্ষকদের হাতে তুলে দেন, কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শশিকর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীত কুমার তালুকদার, নবগ্রাম ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, ্্্্নবগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিভূতি ভূষন বাড়ৈ,দর্শনা উ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার দে, ১০৭ নং ধামুসা স. প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলাই সরকার, ৩৫ নং শশিকর স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার বিশ্বাস সহ ২৪ টি প্রতিষ্ঠানের প্রধান। মীর মামুন অর-রশিদ বলেন, আপনারা যাহাতে আপনাদের এ শ্রী শ্রী সরস্বতী পূজা আনন্দ উৎসবও যথাযথ ভাবে পালন করতে পারেন,সে জন্য জেলা পরিষদের চেয়ারম্যান মহাদয় আপনাদের এ নগদ অর্থ দিয়েছে। আমরা মনে প্রানে বিশ্বাস করি,ধর্ম যারযার উৎসব সবার। তাই যে কোন প্রয়োজনে সব সময় জেলা পরিষদ আপনাদের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন