
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অসহায় ও দু.স্থ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের জন্য ফরিদপুর জেলা পরিষদের পক্ষ থেকে মধুখালী উপজেলার পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের মহিলা সদস্যদের মাঝে ২০০ কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার মধুখালী উপজেলাধীন বাগাট অফিস কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মো. আকরামুল করিম, মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজন কুমার দাস, বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউ.পি. সদস্য ও পাইকপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. ইমরানূল করিম, কামারখালী ইউনিয়নের সমাজসেবক মো. ফারুক হোসেন সহ আরো অনেকে।