ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

লালমনিরহাটে খতমে নবুওয়াত মহা সমাবেশে অনুষ্ঠিত

বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি জেলা শাখার আয়োজনে লালমনিরহাটে দিনব্যাপী খতমে নবুওয়াত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শহরের ঐতিহাসিক রেলওয়ে শহীদ হোসেন সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ রেফাকুল মাদারিসিল আরাবিয়া মহা সচিব আল্লামা মুফতী মাহফুযুল হক। সমাবেশে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ মেহমান হিসেবে ধর্মীয় আলোচনা পেশ করেন, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মহা পরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামযা, চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার সহকারী মহাপরিচালক আল্লামা মুফতী জসিমুদদীন, বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা মুফতী ইমামুদ্দিন ও সভাপতি আল্লামা আব্দুর আহমেদসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ওলামায়ে কেরামবৃন্দ।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক মাওলানা জয়নাল আবেদীন সাহেব এর সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ। সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন