
দীর্ঘ ৫১ দিন পর কারাগার থেকে জামিনে মুক্ত পেলেন বি,এন,পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর জেলা বি এন পির সিনিয়র সহসভাপতি ও মেলান্দহের উপজেলা বি এন পির আহ্বায়ক জামালপুর -৩ মেলান্দহ – মাদারগঞ্জ আসনের বি এন পির এম,পি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি গত ২৫ জানুয়ারি ঢাকা জেলা দায়র জজ আদালতে ( নিম্ন আদালত) তাকে জামিন মুন্জুর করলে গত ২৬ জানুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এ সময় উপস্থিত বি এন পির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।