ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মালাউইতে কলেরায় মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে

ভয়াবহ কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইতে। দেশটিতে কলেরায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। মালাউইর গত ২০ বছরের ইতিহাসে এটি কলেরায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটি কলেরা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ৬২১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার মালাউইর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে ২০০১ সালের নভেম্বর থেকে ২০০২ সালের মার্চ পর্যন্ত মালাউইতে কলেরায় মৃত্যু হয়েছিল ৯৬৮ জনের। বর্তমান প্রাদুর্ভাবের আগ পর্যন্ত এটিই এক মৌসুমের কলেরায় সর্বোচ্চ মৃতের রেকর্ড হিসেবে নথিভুক্ত ছিল।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এসব মৃত্যুর অধিকাংশই ঘটেছে মালাউইর দুই প্রধান শহর লিলংউই ও ব্লানতায়ারেতে।

পূর্ব আফ্রিকা অঞ্চলের অন্যান্য দেশের মতো মালাউইতেও প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কলেরার প্রাদুর্ভাব থাকে এবং গড়ে মৃত্যু হয় ১০০ জনের। কিন্তু দেশটিতে চলতি মৌসুমে কলেরা যেভাবে ছড়াচ্ছে, তাতে মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থামে- তা নিয়ে রীতিমতো শঙ্কায় আছে দেশটির সরকার।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন