ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টেকনাফে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের তৎপরতাকে তরান্বিত করে শিক্ষা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে স্মার্ট ছাত্রলীগের বীজ বপন হবে টেকনাফে।” মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় মানচিত্রের সর্বদক্ষিন উপজেলা টেকনাফ থেকে শুরু হবে স্মার্ট ছাত্রলীগের নেতৃত্বে।” আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ইউনুস বাঙ্গালী। তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের সফলতার পেছনের গল্পে বাংলাদেশ ছাত্রলীগ মূখ্য ভূমিকা রেখে আসছে।” টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্নার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মুরশেদ, টেকনাফের উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন খোকন, কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাবেক সভাপতি কায়সার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সাবেক সভাপতি সোলতান মাহমুদ সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন