
কুমিল্লার বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৪ জানুয়ারী দুপুর ২টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও রক্তঋণ এর প্রধান উপদেষ্টা মোঃ মেহেদী হাসান, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র ও রক্তঋণ এর উপদেষ্টা মোঃ বকতার হোসেন বখতিয়ার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, সাধারন সম্পাদক মোঃ ইকরামুল হক, দৈনিক সংবাদ এর প্রতিনিধি সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, উপদেষ্টা সদস্য কাজী মুফতি মমিন উল্লাহ ভুইঁয়া, সাংস্কৃতিক কর্মী আজহার সুমন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় ভৌমিক, সহ সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার, জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শোভন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মেঃ সাইফুল ইসলাম। এসময় অতিথিরা বলেন রক্তঋণ সামাজিক সংগঠনটি শুধু রক্তদান নয় সংগঠনটি বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের কল্যানে কাজ করে থাকে, ঝড় বৃষ্টি শীত ও রমজানে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ থেকে শুরু করে একজন অসুস্থ ও মুমূর্ষ রোগীর সেবায় সব সময় এগিয়ে আসে। সামাজিক ও মানবিক কল্যানে তাদের কাজে অংশ গ্রহণ করতে পেরে সবাই স্বস্তি প্রকাশ করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।