
ইলেকট্রিক শর্ট সার্কিটে বৃদ্ধ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে । ২৪ শে জানুয়ারি মঙ্গলবার বগুড়া ধুনটের সদর ইউনিয়নের পার ধুনট গ্রামের মৃত আঃ ছোবহান মন্ডলের ছেলে মোঃ ভুলু মন্ডল (৬০) য়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ধারণা করা হয় ইলেকট্রিক শর্ট সার্কিটেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে । স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ দমকল বাহিনীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে । এতে ভলু মন্ডলের ঘরের রক্ষিত ত্রিশ হাজার টাকা এবং আসবাবপত্র ধান চাউল সবকিছু মিলে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া প্রতিবেশী লুতফর মন্ডলের ছেলে শাহাদাত হোসেন এবং আজাহার মন্ডলের ছেলে রুবেল মন্ডলের বসতবাড়ীর একাংশ পুড়ে ছাই হয়ে যায়। এবিষয়ে ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা জানান, বিষয়টি খুবই হৃদয়বিদারক আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, অসহায় বৃদ্ধ ভুলু মন্ডলের পাশে দাঁড়ানোর জন্য সুশীল সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।