
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এ দেশের উন্নয়ন করা সম্ভব তাই আবারো শেখ হাসিনা সরকার বারবার দরকার এমনটি বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ধামরাইয়ের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। সোমবার ২২ জানুয়ারী ঢাকার ধামরাইয়ে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী কৃষক লীগের আহ্বায়ক ও বালিয়া ইউ পি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহাম্মদ হোসেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী,১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সুমন, আমতা ইউ,পি মোঃ আরিফ হোসেন, প্রত্যাতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।