বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মেডিক্যাল সেন্টারের আয়োজনে জরায়ুর মুখে ক্যান্সারের ভ্যাকসিনেশন ও সচেতনতা প্রোগ্রাম আজ ২৩ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়।
পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর সহযোগিতায় এ অনুষ্ঠানে বারি’র বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, বিএআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সকালে বারি’র মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মেহের নাজনীন বানু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান এবং পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেডের মেডিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট এর ডা. জায়ের রশীদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাপরিচালক মহোদয়ের দপ্তরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম মতিন।
পরে বারি’র মেডিকেল সেন্টারে ৯ থেকে ১৪ বছরের মেয়ে এবং ১৫ থেকে ৪৫ বছরের মহিলাদের জরায়ুর মুখে ক্যান্সারের প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন প্রদান করা হয়।