সিলেটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর-গহরপুর সড়কের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৫৫) ও একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার (৩৮)। আহতরা হলেন- অটোরিকশার যাত্রী রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আল আমীন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। জানা যায়- গতকাল শুক্রবার বিকেলে যাত্রী নিয়ে বটতলা এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আমার একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এসময় অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ আরও ৪ জন আহত হন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম বলেন, ‘বটতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়। এতে নারী ও শিশুসহ ৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাবুল মিয়া ও যাত্রী মো. আনহার মারা যান। গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’