
নরসিংদী পৌর শহরে বৌয়াকুড় ডাক বাংলার সামনে জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভবনের কাজ দ্রুত শেষ করতে দিন-রাত শ্রমিকেরা কাজ করছেন।বৌয়াকুড় এলাকার আলমগীর হোসেন ও রঞ্জিত শীল নামে দুই ব্যাক্তিকে জেলা পরিষদের জায়াগা থেকে উচ্ছেদ করতে না পেরে আলগীর হোসেন ও রঞ্জিত শীলকে প্রধান বিবাদী করে মোট ২৮ জনের বিরুদ্ধে যুগ্ন জেলা জজ ১ম আদালত নরসিংদীতে জেলা পরিষদ বাদী হয়ে একটি দেওয়ানী মামলা দায়ের করেন যাহার নং ১০০/২০১৫। পরবর্তীতে মামলাটি স্বাক্ষীর জন্য দিন ধার্য্য করেন আদালত। বার বার স্বাক্ষীর জন্য তাগাদা দিলেও জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ শরীফুল ইসলাম আদালতে স্বাক্ষীদিতে আসেন নি। যার ফলে স্বাক্ষীর অভাবে ও বাদী পক্ষের অনুপস্থিতির কারনে বিগত ১৪ মার্চ ২০২২ ইং তারিখে মামলাটি খারিজ করে দেন আদালত। প্রধান নির্বাহী শরীফুল ইসলাম আদালতে না আশায় তার গাফিলতির কারনে জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকার জায়গা বেখলে চলে যায়। পরবর্তীতে নিজেকে বাচানুর জন্য প্রধান নির্বাহী একই আদালতে দেওয়ানী ১০০/১৫ নং মামলাটি পুর্নজীবীত করার জন্য একটি ছানী মামলা দায়ের করেন যাহার নং ২/২০২২ ইং মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকলে ও জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা জায়গার উপর বহুতল ভবন নির্মান করছে আলগীর হোসেন ও রঞ্জিত শিল।জেলা পরিষদের আইন অনুয়ায়ী জেলা পরিষদের কোন জমি হস্থাান্তর করার কোনো বিধান নেই। উক্ত জায়গা নিয়ে উভয় পক্ষ নিজ নিজ মালিকানা দাবী করছে বলে জানান তারা।জেলা পরিষদের প্রধান নিবার্হী শরীফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।