চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোটদারোগারহাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়।
শুক্রবার (২০ জানুয়ারি ২৩)বিকেল ৫টার দিকে উপজেলার ছোটদারোগারহাট সহস্রধারা এলাকা থেকে অস্ত্র বেচাকেনার সময় ৭ মামলার আসামি পারভেজকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আকটকৃত আসামীর বাড়ি,সীতাকুণ্ড পৌরসদরের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ মহাদেবপুর গ্রামের ইকবাল হোসেনের পুএ ইমরান হোসেন প্রকাশ পারভেজ (২৪)।
জানা যায়,সীতাকুণ্ডের ছোটদারোগারহাট এলাকায় বহু মামলার আসামি পারভেজ ফটিকছড়ির এক অস্ত্র ব্যবসায়ীর সাথে অস্ত্র বেচাকেনা করছে।এ গোপন খবর ভিত্তিতে বিকাল ৫ টায় দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
পরে তার শরীর তল্লাশী করে একটি ম্যাগজিন ভর্তি পিস্তল ও একটি ওয়ান শুটারগান এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এর আগে তার বিরুদ্ধে চাঁদাবাজি, বিষ্ফোরক দ্রব্য আইন,নাশকতা মামলাসহ মোট ৭টি মামলা আছে।সেই সীতাকুণ্ডের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীর সেকেন্ড ইন কমান্ড।এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
তাকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে।উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তোফায়েল আহমেদ।