শিশু বাচ্চাদের খেলাচ্ছলে মারামারির সুত্র ধরে ১৯ শে জানুয়ারি বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর (পশ্চিমপাড়া) গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ রায়হান (২৫) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রায়হানের মা আয়না খাতুন (৫০) জানান, গত ১৬ জানুয়ারী (সোমবার) প্রতিবেশী রঞ্জু মিয়ার শিশু ছেলে ও প্রতিবেশী রাশেদের শিশু ছেলে খেলাচ্ছলে মারামারি করে রঞ্জু মিয়ার ছেলে কপালে আঘাত পায়, ঘটনার প্রত্যাক্ষদর্শী হওয়ায় এবং ঘটনার কথা রঞ্জুর কাছে বলায় রাশেদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন । গালিগালাজের প্রতিবাদ করায় আয়না খাতুনের স্বামী বাদশাহকে বিবাদী রাশেদ মারধর করেন । একথা জানতে পেরে ঢাকা থেকে এসে মোঃ রায়হান ও তার ছোট ভাই নয়ন গ্রামের মুরুব্বিদের কাছে বিচার প্রার্থী হন । তাতে ক্ষিপ্ত হয়ে বিবাদী হয়ে শহিদুল ইসলাম এর ছেলে মোঃ রাশেদ (২৩), মৃত লাদু মিয়ার ছেলে মোঃ ফয়সাল (৬০), মোঃ শহিদুল (৪৫) ও শহিদুল হকের স্ত্রী পলি খাতুন মিলে নয়ন ও রায়হান কে বেধড়ক মারধর করেন । স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেন, এ বিষয়ে রায়হান বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ধুনট হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । অতঃপর চিকিৎসাধীন অবস্থায় ১৯ শে জানুয়ারি ভোর চারটায় তিনি মারা যান। এ বিষয়ে ধুনট থানার এস আই আব্দুল মতিন জানান, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছি। মামলার প্রস্তুতি চলছে ।