আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের ‘পেশাগত দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটির (বিআরটিএ) উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক আলতাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাব’র সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আজিজুল হক, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক গোলাম সরোয়ার, সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার প্রমুখ।
প্রশিক্ষণে জেলার ১২০ জন পেশাদার গাড়ি চালক অংশ নেন।