ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কামারখালী, আড়পাড়া, ডুমাইন ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ গ্রহন করেন ১১টি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামীম আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল হোসেন আকন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার।
অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সভাপতি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামীম আরা, স্বাগতম বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও কামারখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা, ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মোঃ আলাল শেখ , কামারখালী ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মল্লিক, আড়পাড়া কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মাওলানা নাজিম উদ্দিন, আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা মোঃ আবু সাঈদ, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক শামসুল আলম (ভারপ্রাপ্ত),দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন, গয়েশপুর-বকসিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়েবুর রহমান সহ ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন কামারখালী উচ্চ বিদ্যালয়। ধারাভাষ্য বিবরনীতে ছিলেন সিনিয়র শিক্ষক দুলাল কুমার মিত্র ও এম. তোয়ায়েল আহম্মেদ। পরিশেষে সকল শিক্ষা প্রতিষ্টানের সকলেই মিলেমিশে সুষ্ট ও সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করেন।