গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ ওঠায় ১৮ জানিয়ারি বুধবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগরা বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী।
মারা যাওয়া রবিউল ইসলাম (৪০) গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতার ব্যবসায়ী ছিলেন।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত শনিবার দিবাগত রাতে ৪ জনকে আটক করে বাসন থানা পুলিশ। পরদিন ৩ জন ছাড়া পেলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসেন। রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছেন।
সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে প্রথমে ঢাকা টাঙ্গাইল-মহাসড়ক এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা মহাসড়কে ৪ টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া ভোগড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালান।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান সাংবাদিকদের বলেন, একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে। পুলিশ হেফাজতে কিংবা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়নি। রবিউলের স্বজনরা থানা থেকে জিম্মায় তাকে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।