ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী কেন্দ্র স্থাপন করে এই টিকাদান চলছে।
অত্র স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার বলেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০১জন শিক্ষার্থীদের মধ্যে ২৫৯জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয় এবং ১৬ই জানুয়ারি ২২৫জন শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেওয়া হয়।
তিনি আরও বলেন আমার স্কুলের শিক্ষার্থীরা অভিভাবক কর্তৃক অন্য স্থান থেকে নিয়েছে আর প্রাক-প্রাথমিক শিশু শ্রেণীর শিক্ষার্থীরা টিকার আওতায় পড়েনি। তবে টিকা দেওয়ার সময় কোন প্রকার সমস্যা হয়নি বলে জানা যায়।
এ বিষয়ে মধুখালী উপজেলার সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার বলেন আমার কামারখালী ক্লাস্টারে শান্তিপূর্ণ ভাবে করোনা টিকার ২য় ডোজ দেওয়া হচ্ছে।