১৬ই জানুয়ারি সোমবার বগুড়া ধুনটের ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩” উদযাপন হয় ।
উক্ত ক্রিড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, ব্যাডমিন্টন, ভলিবলসহ আরো বেশ কয়েকটি খেলার আয়োজন করা হয়।
ধুনট পাইলট উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক বি এম আশরাফুল ইসলাম, ধুনট উপজেলা এইচ আর দাখিল মাদ্রাসার শিক্ষক মো: রাসেল রানা, সরুগ্রাম উচ্চ বিদ্যালেয়ের মো: রুবেল মিঞা , ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো: আব্দুল হামিদ খেলাধুলা পরিচালনা করেন।
খেলাধুলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ তফিজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান (ধুনট – শেরপুর নির্বাচনী এলাকা) , এছাড়া ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক জনাব আসিফ ইকবাল সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, শরিফুল ইসলাম খান শরিফ, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা চেয়ারম্যান আঃ হাই খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে উল্লেখ করেন “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন, সেজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, স্মার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে ” ।