বাংলাদেশের সুনামধন্য পল্লীকবি জসীমউদ্দীনের প্রিয়ভাজন বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবি ধুমকেতু (টিএম আমজাদ হোসেন) বার্ধক্য জনিত কারণে ১৩ই জানুয়ারি শুক্রবার দিবাগত রাত্রি ২.৩০ মিঃ মারা যায় ।
কবি ধুমকেতু ১৯৩৩ সালের ১৭ই আগষ্ট জন্মগ্রহণ করেছিলেন, তার পিতার মরহুম মুনির উদ্দিন তালুকদার এবং মাতা মোছাঃ মহিরন বেগম। মথুরাপুর ইউনিয়নের বগা প্রাথমিক বিদ্যালয় তার শিক্ষাজীবন শুরু এরপর খাদুলী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পাস করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে ইন্টারমিডিয়েট করেন অতঃপর সিরাজগঞ্জ বিএ কলেজ থেকে ডিগ্রী পাস করেন।
তিনি পেশায় কৃষিকাজ করতেন অর্থাভাবে তার লেখা প্রকাশ করতে পারেননি, তার প্রকাশিত বই ২ টি( কয়লার আগুন , দুঃখের কষ্ট) অপ্রকাশিত পাণ্ডুলিপিঃ ১৭ টি (প্রস্তুতকৃত) এছাড়া অগনিত অপ্রকাশিত কবিতা রয়েছে।
তার সহধর্মিণী সুরাইয়া পারভীন রীনা জানান, সংসার জীবনে আলাউল ইসলাম সুমন নামের ছেলে এবং সেনু খাতুন নামক কন্যা সন্তানের জন্ম দেন তারা।
কবি ধুমকেতু মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন বলে জানা যায়। তবে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গ্রহণ করেননি তিনি।
তার মতো উদার ব্যাক্তির মৃত্যুতে জাতি একজন আদর্শ নাগরিক হারালো। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এলাকাবাসী।