ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘরের পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের কাছ ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প জব্দ করা হয়েছে। ডাক বিভাগের পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার মঙ্গলবার দুপুর ১২টায় গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয়ে পরিদর্শন কালে এ জাল রেভিনিউ ষ্টাম্প জব্দ করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন জব্দকৃত জাল রেভিনিউ ষ্টাম্প নিজের কাছে রাখা ও দীর্গ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্পের ব্যবসার কথা স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে তিনি অস্থায়ী কার্যালয়ের কাগজপত্র ও সরকারী রেভিনিউ ষ্টাম্প তল্লাশী করেন। এক পর্যায়ে বেলায়েত হোসেনের দোকানের কাগজপত্রের নীচে একটি ফাইলের মধ্য থেকে ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ কালে সে লোভে পড়ে দীর্গ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্প বিক্রির কথা স্বীকার করে লিখিত স্বাকারোক্তি প্রদান করেন। এক পর্যায়ে জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত লোকজনের স্বাক্ষর গ্রহনে সুযোগে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন কৌশলে পালিয়ে যান। এ বিষয়ে বিভাগীয় পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার জানায়, প্রতি বছরের ন্যায় নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে সকল শাখা ডাকঘর গুলোতে সরকারী রেভিনিউ ষ্টাম্প পরিদর্শনে তিনি মঙ্গলবার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘর পরিদর্শনে যান। সেখানে শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন তাকে বরাদ্দকৃত সরকারী রেভিনিউ ষ্টাম্পের চেয়ে বেশী টাকার হিসাব দেখালে বিষয়টি তার সন্দেহ হয়। এক পর্যায়ে শাখা পোষ্ট মাষ্টার বেলায়েতের কার্যালয় তল্লাশী করে জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প পাওয়া যায়। তিনি আরো জানান, ঘটনাটি তিনি ৎৎক্ষনিক ভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়েরসহ বিভাগীয় ব্যবস্থাও গ্রহন করা হবে বলে তিনি আরো জানান। উল্লেখ এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত গুয়াটন শাখা পোষ্ট মাষ্টার কথিত ডাক্তার বেলায়েত হোসেনের আত্মগোপনে থেকে পরিদর্শন কর্মকর্তাকে মোঃ রিয়াজ হাওলাদারকে বিষয়টি মিটমাটের জন্য অনুরোধ করেন। এমন কি মামলা দায়ের থেকে বিরত রাখতে প্রভাবশালী রাজনৈতিক মহলে দৌড়ঝাপ করছে।
###