নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ওদুদ মিয়া মুন্সি বাড়িতে ছেলে রবিনকে না পেয়ে মা পারুল আক্তারকে(৫৫) মারধর ও বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল জগদীশপুর গ্রামের মাইল্যার বাড়ির মৃত আমির হোসেনের পুত্র।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর গ্রামের ওদুদ মিয়া মুন্সি বাড়ির আবদুল কুদ্দুসের পুত্র রবিন এলাকার কিছু বখাটের অপরাধ মূলক কর্মকান্ডের প্রতিবাদ করে। এর জের ধরে সন্ত্রাসীরা কয়েকবার তাকে হত্যার হুমকি দেয়।
গত শুক্রবার দুপুরে সন্ত্রাসী রুবেল ও বরইচাতল গ্রামের আবুল খায়ের হারুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় তারা রবিনকে না পেয়ে তার মাকে মারধর করে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও নগদ টাকা স্বর্নালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
এ ঘটনায় পারুল আক্তার বাদি হয়ে রুবেলকে ১নং ও হারুনকে ২নং আসামী করে আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ রোববার প্রধান আসামী রুবেলকে গ্রেফতার করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং ঘটনার মুল হোতা প্রধান আসামী রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।