চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত ওডব্লিউডব্লিউ নামের একটি শিপইয়ার্ডের ভেতর থেকে অবৈধভাবে সাগরের বালু চুরির সময় একটি স্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার(৬ জানুয়ারি ২২)রাত ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত এই শিপইয়ার্ডে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
জানা যায়,মহসিন সাহেব মালিকানাধীন ওডব্লিউডব্লিউশিপ ইয়ার্ডের অভ্যন্তরে বালু স্তূপ করে স্কেভেটর দিয়ে ট্রাকে ভরাট করছিল।এসময় একটি স্কেভেটর জব্দ করা হয় ও দুটি ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, গোপন সংবাদ ভিত্তিতে কুমিরা এলাকায় একটি শীপ ইয়ার্ডে সমুদ্র থেকে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত অভিযানে অংশগ্রহণ করেন,সীতাকুণ্ড মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃসাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।